উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই

দিরাই প্রতিনিধি


ডিসেম্বর ২২, ২০২০
০১:২৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০১:২৩ পূর্বাহ্ন



উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই
দিরাইয়ে পথসভায় শাখাওয়াত হোসেন শফিক

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। প্রধানমনস্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে দিরাইয়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।’ 

তিনি সোমবার বিকেলে দিরাই থানা পয়েন্ট এলাকায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায়ের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের প্রসঙ্গে বলেন, ‘আওয়ামী লীগে কোনো মীরজাফর-বিশ্বাস ঘাতকের স্থান নেই। বিশ্বাস ঘাতক বেঈমান কখনও মানুষের সমর্থন পেতে পারে না।’ 

তিনি বলেন, ‘আজ থেকে মোশাররফ মিয়ার নাম আওয়ামী লীগ থেকে খারিজ করা হলো। তাকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে এবং দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো।’

শফিক আরও বলেন, ‘হাওয়া ভবন খ্যাত দুর্নীতিবাজ তারেক রহমান ও স্বাধীনতা বিরোধী চক্র, তাদের প্রেতাত্মাদের সাথে হাত মিলিয়ে মোশাররফ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এই অপশক্তির বিরুদ্ধে ২৮ তারিখের নির্বাচনে উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দেবে দিরাই পৌরবাসী।’ 

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, কেন্দ্রীয় উপকমিটির সদস্য আবদুল মতিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট অবনিমোহন দাস, আলতাব উদ্দিন, হায়দার চৌধুরী লিটন, সিরাজুল ইসলাম সিরাজ, হুমায়ুন রশিদ লাভলু, সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান বুলবুল, অ্যাডভোকেট সোহেল আহমদ, অ্যাডভোকেট অভিরাম তালুকদার, রঞ্জন কুমার রাায়, পারভেজ রহমান প্রমুখ।

বিকেল ৪টার দিকে পথসভার কার্যক্রম শুরু হলেও একপর্যায়ে বিশাল জনসভায় পরিণত হয়। পথসভা শেষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৌকার সমর্থনে প্রচার মিছিল বের করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিএ-০৫