দক্ষিণ সুনামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-২

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২২, ২০২০
০৬:০৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০৬:০৪ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-২

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ভবনের সামনে মাঠে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ২ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর রাত ৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন এর নেতৃত্বে থানার এসআই আনোয়ার হোসেন, এসআই জহিরুল ইসলাম, এসআই দেবাশীষ, এসআই অনুপম, এএসআই নৃপেশ, এসআই সাইফুল, সহ তাৎক্ষণিক পুলিশের একটি দল আলমপুরস্থ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ভবনের সামনে মাঠে অভিযান চালিয়ে ২ ডাকাত সদস্যদের গ্রেপ্তার করেন। 

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ব্যাপক দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের মৃত জরিফ উল্লার ছেলে আব্দুল ওয়াহিদ (৪৪), ছাতক উপজেলার জিয়াপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মুকিবুল ইসলাম ওরফে মুকিদুল (৩৫)। 

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন বলেন, সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির লক্ষ্য প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পাওয়ার সাথে সাথেই তাৎক্ষনিক ভাবেই ঐ এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ডাকাত দলের অনেক সদস্য পালিয়ে যায়, ২ ডাকাত সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।’ 

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী অন্যান্য পলাতক ডাকাত সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে, সেই সাথে তাদেও বিরোদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। 

 

এস টি/ বি এন-০৫