জগন্নাথপুরে এক মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ২২, ২০২০
০৮:১৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০৮:১৪ অপরাহ্ন



জগন্নাথপুরে এক মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে এক স্বতন্ত্র প্রার্থীর দাখিলকৃত হফলনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই প্রার্থীর নাম আমজদ আলী শফিক। তিনি পৌরশহরের ভবানীপুর এলাকার বাসিন্দা। 

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের রাধারমণ মিলনায়তনে প্রার্থিতা যাচাই-বাছাইকালে সুনামগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার ওই প্রার্থীর মনোয়নয়নপত্র বাতিল করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে গত ২০ অক্টোবর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন দাখিলের শেষ দিনে ৫ মেয়র প্রার্থী, ৩৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজাদ আলী শফিকের দাখিলকৃত হলফনামায় প্রার্থীর নিজের স্বাক্ষর না থাকায় এবং একজন সমর্থনকারী পৌরসভার বাইরের নাগরিক হওয়ায় তার  মনোনয়নপত্রটি বাতিল করা হয়। তবে অপর ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আমজাদ আলী শফিক মিয়া বলেন, 'নাড়ির টানে প্রবাসে বসবাস করলেও এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছি। আসন্ন নির্বাচনে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রার্থী হয়েছি। অনিচ্ছাকৃত ছোট্ট একটি ভুলের জন্য মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে আমি আপিল করব।'

জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, 'হলফনামা প্রার্থীর নিজের স্বাক্ষর নেই। এছাড়া ৫ জন সমর্থনকারীর মধ্যে ১ জন সমর্থনকারী পৌরসভার নাগরিক না হওয়ায় ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিনি জেলা প্রশাসক মহোদয়ের নিকট আপিল করতে পারবেন।'

জগন্নাথপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, 'আগামী ১৬ জানুয়ারি এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।'

 

এএ/আরআর-০৬