নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার ট্রাফিক পয়েন্ট এলাকায় ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার (২১ ডিসেম্বর) অভিযান পরিচালনা করা হয়।
এই বিষয়ে সুনামগঞ্জ জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জানান, অভিযানের সময় নকল ঔষধ বিক্রয় করার কারনে মেসার্স নাজিয়া ফার্মেসিকে ১০,০০০ টাকা, ফার্মাসিষ্টবিহীন ঔষধের দোকান, তাপ সংবেদনশীল ঔষধ সঠিক তাপমাত্রায় না রাখার কারণে ২টি ফার্মেসীকে ৮০০০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন উপস্থিত ছিলেন। এসময় উদ্ধারকৃত নকল ঔষধ ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও লাইসেন্সবিহীন ও ফার্মাসিষ্টবিহীন, নকল ভেজাল এবং বিক্রয় নিষিদ্ধ রেজিষ্ট্রেশনবিহীন ঔষধ বিক্রি করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১৮,০০০ টাকা জরিমানা করা হয়।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জানান
লাইসেন্সবিহীন ও ফার্মাসিষ্টবিহীন, নকল ভেজাল এবং বিক্রয় নিষিদ্ধ রেজিষ্ট্রেশনবিহীন দোকানের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বিএ-২২