ধর্মপাশা প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২০
০১:৫৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০১:৫৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কক্ষে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চলতি অর্থবছরে এডিবি'র প্রাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে বাস্তবায়নযোগ্য কাজের কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ এ সভার আয়োজন করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবদুর রহিম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন, জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ প্রমুখ।
এসএ/আরআর-০৯