ধর্মপাশা প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কক্ষে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে গত বর্ষা মৌসুমে বজ্রপাতে নিহত তিন জেলের পরিবারের প্রত্যেকটিকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেট থেকে এই অর্থ বরাদ্দ পাওয়া যায়।
নিহত তিন জেলের স্ত্রীদের প্রত্যেকের কাছে ৫০ হাজার টাকা সমমানের ৩টি চেক তুলে দেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবদুর রহিম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন প্রমুখ।
এসএ/আরআর-১১