বিদ্যুৎ পেল জামালগঞ্জের ৭টি গ্রাম

জামালগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২৩, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন



বিদ্যুৎ পেল জামালগঞ্জের ৭টি গ্রাম

সুনামগঞ্জের জামালগঞ্জের ৭টি গ্রামে একযোগে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফেনারবাঁক ইউনিয়নের আমানিপুর বাজারে ৭ কোটি ৭০ লাখ ব্যয়ে আমানিপুর, রাজেন্দ্রপুর, বিষ্ণুপুর, নিধিপুর, আলীপুর, মোড়লপুর ও ফাজিলপুর গ্রামের ৬৫২টি পরিবারের মাঝে এ বিদ্যুৎ সংযোগ প্রদানের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে নতুন প্রজন্ম। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। শ্রীমন্তপুর, সুকদেবপুর, যশমন্তপুরের বিদ্যুৎ নতুন বছরের প্রথম সপ্তাহেই উদ্বোধন করা হবে। আগামী জানুয়ারি মাসে মন্নানঘাট বাজারে পল্লী বিদ্যুতের সাব-স্টেশন স্থাপনসহ সাচনা বাজার সাব-স্টেশনের জন্য কয়েকদিনের মধ্যেই জায়গা নির্ধারণ করা হবে।

ছাত্রনেতা সুমন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের এজিএম মো. নূরুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, মতিউর রহমান, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাদাঘাট কলেজের প্রভাষক লিটন চন্দ্র সরকার, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক অমরেশ দাস, পাইকরহাঁটি ইউনিয়নের চেয়ারম্যান মো. ফেরদৌস রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আরিফ আলম লিমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের তালুকদার, ফেনারবাঁক ইউনিয়নের সদস্য মো. আসাদ মিয়া ও সাবেক ইউপি সদস্য রঞ্জন তালুকদার।

 

বিআর/আরআর-০৬