জগন্নাথপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২০
০১:১১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২০
০১:১৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশের অভিযানে মাদক ও মারামারির মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের বাবরু মিয়ার ছেলে হিরন মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত টঘু মিয়ার ছেলে জমির মিয়া (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে সালদিঘা গ্রামে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এএ/আরআর-০৩