খেলা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২০
০৬:২৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডের মাউন্ট মুঙ্গানুইতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দলপতি কেন উইলিয়ামসন ও রস টেইলরের দুর্দান্ত ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৩ উইকেটে ২২২ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।
দিনের শুরুটা পাকিস্তানের হলেও শেষটা হয়েছে কিউইদের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শাহিন আফ্রিদির বোলিং তোপে মাত্র ১৩ রানেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ১২০ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন রস টেইলর ও কেন উইলিয়ামসন। ৭০ রান করে টেইলর আউট হয়ে গেলেও ৯৪ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন। ডিসেম্বরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ২৫১ রানের মহাকাব্যিক ইনিংসের পর টানা দ্বিতীয় সেঞ্চুরির খুব কাছে চলে এসেছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
উইলিয়ামসনের সঙ্গে ৪২ রানে অপরাজিত আছেন হেনরি নিকোলস। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি একাই তিনটি উইকেট শিকার করেছেন।
আরসি-১০