তাহিরপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২০
০৭:৩৫ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০
০৭:৫১ অপরাহ্ন
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার ৩২টি টিমের অংশগ্রহণে মাসব্যাপী শুরু হয়েছে বাদাঘাট প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার(২৬ ডিসেম্বর) দুপুরে বাদাঘাট হাই স্কুল মাঠে এর উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন,বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার,বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ধানু, আওয়ামী লীগ নেতা মো. তাহের মিয়া, ডা. আলী নুর, ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি গণেশ তালুকদার, বাদাঘাট কালচারাল সোসাইটির সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্, সাধারণ সম্পাদক আবির হাসান-মানিক।
আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা সদস্য আফজালুল হক শিপলু, তোফায়েল আহমেদ রয়েল, নুরে আলম সিদ্দিকী, রাকিবুল হাসান রকিব, হুমায়ুন আহমেদ, রিপন শুক্ল বৈদ্য, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, শামীম আহমেদ, ইসহাক মিয়া, ওয়াসিম, কাওছার আহমেদ, আবুল কাসেম, ওবায়দুর রহমান শাওন প্রমূখ।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে বাদাঘাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং আয়োজনে বাদাঘাট ক্রিকেট একাদশ।
এ এইচ/ বি এন-০২