ধর্মপাশায় হাওরে ফ্লাড ফিউজ নির্মাণ কাজের উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি


ডিসেম্বর ২৭, ২০২০
০১:২৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
০১:২৪ পূর্বাহ্ন



ধর্মপাশায় হাওরে ফ্লাড ফিউজ নির্মাণ কাজের উদ্বোধন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রুই বিল হাওরে ৩টি ফ্লাড ফিউজ নির্মাণ, বাঁধ পূনরাকৃতিকরণ ও ঢাল প্রতিরক্ষার কাজ আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই কাজের উদ্বোধনে করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।

এ উপলক্ষে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের পশ্চিমে গুমাই নদের পাড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব। পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুস শহীদ আজাদ প্রমুখ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অধীনে হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় এ ৩টি কাজের জন্য ১২ কোটি ৬৯ লাখ ৬৬ হাজার ১৩৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

 

এসএ/আরআর-০৯