জগন্নাথপুরে আপিলে 'বৈধ' পাঁচ প্রার্থী

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ২৭, ২০২০
০২:২১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
০২:২১ পূর্বাহ্ন



জগন্নাথপুরে আপিলে 'বৈধ' পাঁচ প্রার্থী

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে এক মেয়র প্রার্থী ও চার কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন ফরম আপিলে বৈধ বলে ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ তাদের মনোনয়নের বৈধতা প্রদান করেন বলে তারা জানিয়েছেন।

বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- মেয়র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজদ আলী শফিক, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিসর প্রার্থী বাবুল হোসেন বাবুল, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছালিক আহমদ, ইলিয়াস আলী ও ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দিপক গোপ।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে আপিলকারী পাঁচ প্রার্থী তাদের মনোনয়ন বৈধ হয়েছে বলে দাবি করেছেন। 

এ প্রসঙ্গে সুনামগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, 'শুনেছি প্রার্থীরা আপিলে বৈধ হয়েছেন। তবে আমরা লিখিত কোনো নির্দেশনা পাইনি।'

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে গত ২০ অক্টোবর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন দাখিলের শেষ দিনে ৫ মেয়র প্রার্থী, ৩৯ জন কাউন্সিলর প্রার্থী ও ৯ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে মামলাজনিত কারণে এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় ১ জন মেয়র প্রার্থী ও ৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র গত ২২ ডিসেম্বর যাচাই-বাছাইকালে বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার। এর প্রেক্ষিতে বাতিলকৃত প্রার্থীরা জেলা প্রশাসক বরাবরে আপিল করেন।

 

এএ/আরআর-১৪