ধর্মপাশায় ডিএসকে'র হিয়া প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


ডিসেম্বর ২৮, ২০২০
০৯:২৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০৯:২৬ অপরাহ্ন



ধর্মপাশায় ডিএসকে'র হিয়া প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বেসরকারি সংস্থা ডিএসকে'র হিয়া প্রকল্পের কার্যক্রমের সমাপনী সভা আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ডিএসকে'র হিয়া প্রকল্পের ধর্মপাশা কার্যালয় এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান সভায় সভাপতিত্ব করেন। প্রকল্প কর্মকর্তা জুয়েল রানার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জুবায়ের পাশা হিমু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌসুর ররহমান, সাংবাদিক সালেহ আহমদ, হিয়া প্রকল্পের প্রকল্প সহযোগী শাহজাহান কবীর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ধর্মপাশা হাওরবেষ্টিত উপজেলা। ২০১৭ সালে মে মাস থেকে শুরু করে ৩ বছর ধরে এ উপজেলায় বাল্যবিবাহ রোধে বেসরকারি সংস্থা ডিএসকে'র হিয়া প্রকল্প কাজ করে আসছে। প্রকল্পটির কার্যক্রম চলমান থাকায় উপজেলা প্রশাসন এ উপজেলায় শতকরা ৯০ ভাগ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে।

ধর্মপাশা উপজেলাকে শতভাগ বাল্যবিবাহমুক্ত করতে হিয়া প্রকল্পের মেয়াদ আরও ২ থেকে ৩ বছর চলমান রাখার দাবি জানান বক্তারা

 

এসএ/আরআর-০২