দোয়ারাবাজারে হরিণ শাবক উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি


ডিসেম্বর ২৯, ২০২০
০৫:৩৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৯, ২০২০
০৫:৫২ অপরাহ্ন



দোয়ারাবাজারে হরিণ শাবক উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি হরিণ শাবক উদ্ধার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়ারগড় গ্রাম থেকে হরিণটি উদ্ধার করে স্থানীয়রা। 

হরিণটি এখন একই গ্রামের মনফর আলীর বাড়িতে দড়িতে বাঁধা অবস্থায় রয়েছে।

হরিণটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, সকালে গ্রামের হাওরে হরিণটি দেখতে পেয়ে সবাই মিলে তাড়া করে উদ্ধার করে। 

এদিকে হরিণ উদ্ধারের খবর পেয়ে সকাল থেকে মনফর আলীর বাড়িতে উৎসুক জনতার ভীড় বাড়ছে। হরিণ দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন লোকজন।

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা বন কর্মকর্তা নীতিশ চক্রবর্তী জানান, হরিণ উদ্ধারের খবর  পেয়েছেন তারা। হরিণটি উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে।

এইচ এইচ/ বি এন-০৯