জগন্নাথপুর প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২০
১১:২১ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩১, ২০২০
১২:৩০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় বিড়ির চালানসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বুধবার (৩০ ডিসেম্বর) তাকে সুনামগঞ্জ আদালাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) সিলেট-৯ এর একটি দল গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কুবাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের মৃত কাঁচা মিয়ার ছেলে নিষিদ্ধ ভারতীয় বিড়ির ব্যবসায়ী রুকন উদ্দিনকে (৩৫) আটক করে। এসময় তার বাড়ি তল্লাশি করে ভারতীয় ২ লাখ ৩ হাজার পিস বিড়ি উদ্ধার করে। গতকাল রাতেই আটককৃত ব্যক্তিকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘এ বিষয়ে র্যাব-৯ এর উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেছেন। আমরা আসামিকে জেলহাজতে পাঠিয়েছি।’
এএ/বিএন-০৯/আরআর-০৫