জগন্নাথপুরে উট পাখি নিয়ে 'কাড়াকাড়ি'

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ৩০, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন



জগন্নাথপুরে উট পাখি নিয়ে 'কাড়াকাড়ি'

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আজ বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বন্টন করা হয়। মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মেয়র পদের ৫ প্রার্থী ও নারী কাউন্সিলর পদের ৯ প্রার্থী সমঝোতার মাধ্যমে প্রতীক বন্টন করে নিলেও সাধারণ কাউন্সিলর পদের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক নিয়ে লড়াই হয়েছে। প্রায় সব প্রার্থীর পছন্দের তালিকায় ছিল উট পাখি। দ্বিতীয় পছন্দের তালিকায় ছিল পানির বোতল। তাই পরে লটারির মাধ্যমে প্রতীক বন্টন করা হয়েছে।

সাধারণ কাউন্সিলর প্রার্থীরা জানান, এবারের নির্বাচনে প্রতীকের মধ্যে উট পাখি আর পানির বোতল ছিল সবার পছন্দের প্রতীক। অন্য প্রতীকগুলো তেমন আকর্ষনীয় ছিল না। ব্যালটে উটপাখি ও পানির বোতল স্পষ্ট করে বুঝতে পারে সব শ্রেণির ভোটাররা। তাই আমাদের পছন্দ ছিল উট পাখি ও পানির বোতল প্রতীক।

জগন্নাথপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল কাদির বলেন, 'নির্বাচনে প্রতীক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই লটারির মাধ্যমে পছন্দের প্রতীক উট পাখি পেয়ে খুশি হয়েছি।'

৪ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন জানান, পছন্দের প্রতীক পানির বোতল পেয়ে তিনি আনন্দিত।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, 'সাধারণ কাউন্সিলর পদে উট পাখি ও পানির বোতল প্রতীক ছিল প্রায় সবার পছন্দ। তাই বাধ্য হয়ে লটারির মাধ্যমে সুরাহা করতে হয়েছে।'

তিনি বলেন, 'জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও নারী কাউন্সিলর পদের প্রার্থীরা নিজেরাই সমঝোতার মাধ্যমে প্রতীক নিয়ে যান। তবে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতীক লটারির মাধ্যমে নির্ধারণ করতে হয়েছে। মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।'

 

এএ/আরআর-০৬