তাহিরপুর প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২০
১০:৫৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩১, ২০২০
১১:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রঞ্জিত দাসের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশী রিপন দাস জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আকস্মিক আগুনে রনজিত দাসের ৩টি ঘর এবং ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, ধান-চাল ও অন্যান্য আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন, 'হাওর এলাকায় ভরদুপুরে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগে কখনও দেখিনি।'
এএইচ/বিএন-০৬/আরআর-০৪