জগন্নাথপুরে কাউন্সিলর প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ৩১, ২০২০
০৮:০৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩১, ২০২০
০৮:০৮ অপরাহ্ন



জগন্নাথপুরে কাউন্সিলর প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার আসন্ন নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতীক পেয়েছেন- ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর খলিলুর রহমান (পানির বোতল), শাহীন মিয়া (পাঞ্জাবি), আব্দুল ওয়াহাব (টেবিল ল্যাম্প), আব্দুল বশির (উট পাখি), ছালিক মিয়া (ব্লাক বোর্ড) ও আলাউর রহমান (ডালিম), ২ নম্বর ওয়ার্ডে এমদাদুল হোসেন (পাঞ্জাবি), মল্লিক ইমরান মিয়া (পানির বোতল) ও জিতু মিয়া (উট পাখি), ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাজিবুর রহমান (পাঞ্জাবি), আলাল হোসেন (উট পাখি) ও লিটন মিয়া (পানির বোতল), ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসাইন (পানির বোতল), বাবুল মিয়া বাবুল (ব্রিজ), সুহেল আমীন (ব্ল্যাক বোর্ড), কবির মিয়া (গাজর), কামাল উদ্দিন (পাঞ্জাবি), তাইফুর রহমান নাহিদ, (ডালিম), আব্দুল কাইয়ুম বাবর (টেবিল ল্যাস্প) ও ফজর আলী (উট পাখি),

৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শফিকুল হক (পানির বোতল), আব্দুল কাইয়ুম (উট পাখি) ও মঈন উদ্দিন (পাঞ্জাবি), ৬ নম্বর ওয়ার্ডে আলী হোসেন (ডালিম), আব্দুল কাদির (উট পাখি), গোবিন্দ দেব (পাঞ্জাবি) ও কৃষ্ণ চন্দ্র দাস (পানির বোতল), ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুহেল আহমদ (উট পাখি), ছালিক আহমদ পীর (ডালিম), সৈয়দ জিতু মিয়া (পাঞ্জাবি) ও ইলিয়াস আলী (পানির বোতল), ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবাব মিয়া (পাঞ্জাবি), সাফরোজ ইসলাম (পানির বোতল), শামীম আহমদ (উট পাখি) ও শাহানুল হক (ডালিম) এবং ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দীপক গোপ (ব্ল্যাক বোর্ড), ছমির উদ্দিন (ডালিম), আনহার মিয়া (পানির বোতল) ও আবু তালেব (উট পাখি)।

এছাড়া পৌরসভার ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতীক পেয়েছেন- পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে শিল্পী বেগম (চশমা) ও আয়ারুন নেছা (আনারস), ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে অর্চনা ধর (আনারস), বাহারজান বিবি (জবা ফুল) ও পিয়ারা বেগম (চশমা) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সুর্বনা শর্মা (চশমা), বাবলি বেগম (টেলিফোন), নার্গিস ইয়াসমিন (আনারস) ও ফুলবানু বেগম (জবা ফুল)।  

 

এএ/আরআর-০৬