সাকিব তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন!

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০২, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন



সাকিব তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন!

 

বিশ্বসেরা অলরাউন্ডার দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান নতুন বছর ২০২১ এর শুরুতেই সুখবর দিলেন । হয়তো তিনি তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। এমনটাই ধারণা করছেন নেটিজেন ও ভক্তরা। সাকিব সরাসরি না লিখলেও, পরোক্ষভাবে ভক্তরা দুইয়ে-দুইয়ে চার মেলাচ্ছেন। কারণ আজ পহেলা জানুয়ারি (শুক্রবার) দুপুরে নিজের সোস্যাল হ্যান্ডেলে এমনই ইঙ্গিত দেন সাকিব। 

তিনি স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি ফেসবুকে আপলোড করে লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন যোগ। শুভ নববর্ষ সবাইকে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে একই বার্তা দিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। তবে সাকিব কি সত্যিই বাবা হতে যাচ্ছেন কিনা এ বিষয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয় এই দম্পতির ঘরে। উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। এরপর ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে সে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি।

এএন/০১