ধর্মপাশায় গণপাঠারের মান উন্নয়ন নিয়ে মতবিনিময়

ধর্মপাশা প্রতিনিধি


জানুয়ারি ০৫, ২০২১
০৫:১৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২১
০৫:১৪ অপরাহ্ন



ধর্মপাশায় গণপাঠারের মান উন্নয়ন নিয়ে মতবিনিময়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একমাত্র সরকারি গণপাঠারটির মান উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের গণমিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সাংবাদিক সালেহ আহমদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব তালুকদার, আলমগীর কবীর, স্বর্ণা তালুকদার, সাদ্দাম হোসেন প্রমুখ।

 

এসএ/আরআর-০১