জামালগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৯, ২০২১
১১:১৭ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৯, ২০২১
১১:৩৪ অপরাহ্ন
জামালগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের আয়োজনে হাওর রক্ষা বাঁধের কাজ দ্রুত করা ও পিআইসি তালিকা সরকারি ওয়েবপোর্টালে প্রকাশের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি শাহানা আল আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মনোয়ারা আক্তার মনি প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়কিশোর দাস, সজীব বনিক, জগদীশ তালুকদার, সুমন সরকার, আফছা বেগম, রামানন্দ সরকার রাবণসহ আরও অনেকে।
মানববন্ধনে দ্রুত কাজ শুরুর দাবি জানিয়ে পিআইসিদের স্বচ্ছতা বজায় রেখে টেকসই বাঁধ নির্মাণের আহবান জানানো হয়।
বি আর/বি এন-০৮