জামালগঞ্জে অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠনের প্রস্তুতি সভা

জামালগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ০৯, ২০২১
১১:১৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৯, ২০২১
১১:৩৩ অপরাহ্ন



জামালগঞ্জে অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠনের প্রস্তুতি সভা

জামালগঞ্জে অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) পরিচালনা কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ৯ জানুয়ারি) সকাল ১১টায় সাচনা জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুধাংশু দে। অঞ্জন পুরবায়স্থের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজিত রঞ্জন দে, সহ সভঅপতি অজিত পাল, মনোরঞ্জন দাস, গুণেন্দ্র চন্দ, জগদীশ তালুকদার, বিকাশ তালুকদার, জয়কিশোর দাস, সুস্থির তালুকদার, কৃষ্ণকান্ত তালুকদার, সুমন পাল চৌধুরী প্রমুখ। সভায় অজিত চন্দ্র পালকে আহবায়ক ও সজীব বনিককে সদস্যসচিব করে  ১৭ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক অঞ্জন পুরকায়স্থ, সদস্য জগদীশ তালুকদার, গুণেন্দ্র চন্দ, জয়কিশোর দাস, বিকাশ তালুকদার, রামানন্দ সরকার রাবণ, কৃষ্ণকান্ত তালুকদার, রাজীব রায়, সুস্থির তালুকদার, সুমন পাল চৌধুরী, প্রমথেশ রায়, নিশিকান্ত রায়, সোমেশ সরকার, প্রসেনজিৎ পাল চৌধুরী, বাবুল সরকার।

বি আর/বি এন-০৯