জগন্নাথপুর প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২১
০১:৪৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০১:৪৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার নির্বাচনী প্রতীক নৌকার সমর্থনে পৌরশহরে আজ শনিবার (৯ জানুয়ারি) বিকেল প্রচারে অংশ নিয়েছে উপজেলা যুবলীগ।
বিকেল ৪টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বে নেতা-কর্মীরা নৌকার প্রচার মিছিল নিয়ে শহরের জগন্নাথপুর বাজার এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। প্রচারকালে নৌকার লিফলেট বিতরণ করে নৌকায় ভোট চান দলীয় নেতৃবৃন্দ।
এর আগে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় নৌকার সমর্থনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, এমদাদ আহমদ, জুবেদ খান, সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, সহ-সম্পাদক রমজান আলী ছানা, যুবলীগ নেতা তাজউদ্দিন, জাহাঙ্গীর খান, আকমল হোসেন ভূঁইয়া, রাজিব চৌধুরী, সাফরোজ ইসলাম রানা, মনসুর কোরেশী, রাজিব তালুকদার, আব্দুল আহাদ দোলন, মুহিবুর রহমান মুহিব, জাবেদ মিয়া, শিপন মিয়া, রাহেল আহমদ, সাবেল মিয়া প্রমুখ।
এএ/আরআর-০৪