জগন্নাথপুরে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের সহায়তা

জগন্নাথপুর প্রতিনিধি


জানুয়ারি ১২, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১২, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন



জগন্নাথপুরে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের সহায়তা

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যাগে করোনাভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের জরুরি সহায়তা কর্মসূচি হিসেবে মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) 'কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ' প্রকল্পের আওতায় ১৫০ জন মৎস্য চাষির মাঝে ১৫ মেট্রিক টন মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (১১ জানুয়ারি) উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) কর্মকর্তা ড. মো. আবুল হাছানাত, আহসান হাসিব খান, মৎস্য অধিদপ্তর সিলেটের সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা উম্মে কুলসুম প্রমুখ।

সভা শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবসহ মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ মাছ চাষিদের মধ্যে খাদ্য সহায়তা ও নগদ ১ হাজার টাকা করে তুলে দেন।

 

এএ/আরআর-০৮