তাহিরপুরে ছাত্রদলের বিক্ষোভ

তাহিরপুর প্রতিনিধি


জানুয়ারি ১২, ২০২১
১০:২৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১২, ২০২১
১০:২৮ অপরাহ্ন



তাহিরপুরে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তাহিরপুর উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার(১২ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাপ্তি টানে। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেবাশীষ সরকার, রাহাত হাসান রাব্বি, সৈয়দ তানভীর, সদস্য মিনহাজুল হক আরমান, মজিবুর রহমান, হাবিব মিয়া, অলি হাসান, সৈয়দ আকমল, ছাত্রদল নেতা শাহারুল ইসলাম(আলী), কাউসার আহমেদ, রাখাব উদ্দিন, মঞ্জু, চাঁদ মিয়া, রফিক মিয়া, জমির হোসেন, আবুল মুতারিন জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন আলমগীর, সদস্য সচিব তারিকুল হাসান রনি, যুগ্ম আহবায়ক সুমন মিয়া, আরিফ আহমদ।

বাদাঘাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সুজন মিয়া, আরিফুল ইসলাম রুবেল, যুগ্ম আহবায়ক মো. সুলেমান, এজাজ মাহমুদ, মুরসালিন, মনির হোসেন প্রমূখ।

এ এইচ/বি এন-০২