জামালগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২১
১১:০৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৩, ২০২১
১১:০৮ অপরাহ্ন
জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার পিতা মো. আব্দুর রহিম মৃত্যুবরণ করেছেন।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে ৬ ছেলে, ৩ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আব্দুর রহিমের মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ারি মোয়াজ্জেম হোসেন রতন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেনসহ অনেকে।
তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বি আর/বি এন-০১