দোয়ারাবাজার প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৫, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের দুর্যোগসহনীয় ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন নবাগত এই জেলা প্রশাসক।
বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের বড়বন্দ ও নৈনগাঁও গ্রামে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ভূমিহীন ও গৃহহীনদের ২০টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। বিকেলে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার রিফাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, ভূমি অফিসের কানোনগো পিয়ার আহমদ, সার্ভেয়ার রিপন চাকমা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও ইউপি সদস্য তাজির উদ্দিন, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুর রহমান, দিগেস দাস প্রমুখ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
এইচএইচ/আরআর-০২