জামালগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২১
০১:১৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৬, ২০২১
০১:১৫ পূর্বাহ্ন
সভাপতি ও সাধারণ সম্পাদক
সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় জামালগঞ্জস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মো. ওয়ালী উল্লাহ সরকারকে সভাপতি ও মো. নিজাম নূরকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সহ-সাধারণ সম্পাদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আখতারুজ্জামান তালুকদার, অর্থ সম্পাদক মো. বায়জিদ বিন ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম জাকারিয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং নির্বাহী সদস্য মো. আকবর হোসেন, শেরে আলম শেরু ও জিয়াউর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের আনুষাঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা শেষে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন করা হয়।
বিআর/আরআর-০২