জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ, নারী ভোটারদের ঢল

জগন্নাথপুর প্রতিনিধি


জানুয়ারি ১৭, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন



জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ, নারী ভোটারদের ঢল

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কোনো ধরনের সহিসংসতার খবর পাওয়া যায়নি কোথাও। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের ইকড়ছই, ভবানিপুর, যাত্রাপাশা, জগন্নাথপুর আদর্শ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর, ইসহাকপুর, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্রে উপচেপড়া নারী ভোটার পরিলক্ষিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। শুরুতে পুরুষ ভোটার তুলনামূলক কম উপস্থিত থাকলেও বেলা ২টা থেকে বিকেল পর্যন্ত বেড়েছিল পুরুষ ভোটারের সংখ্যা। এদিকে কয়েকটি কেন্দ্রে আঙুলের চাপ মেশিনে সমস্যা সৃষ্টি করায় কিছুসংখ্যক বয়স্ক ভোটার ভোগান্তির শিকার হয়েছেন। 

নারী ভোটার সুমাইয়া বেগম বলেন, 'আমি টিভি খুললেই দেখতাম খবরে দেখাচ্ছে ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে। ছেলে-মেয়েদের জিজ্ঞেস করতাম ইভিএম কী। তখন তারা আমাকে বুঝিয়ে বলত। এখন সেই ইভিএমের মাধ্যমে ভোট দিতে পেরে খুবই আনন্দ লাগছে।'

উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্র জানিয়েছে, এ পৌরসভার ভোটার ২৮ হাজার ৬শ ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ ৯২ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২শ ৫০ জন। মোট ভোটকেন্দ্র ১২টি। নির্বাচনে ৫ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া (নৌকা), বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার (চামচ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজাদ আলী শফিক (মোবাইল ফোন) ও স্বতন্ত্র প্রার্থী বিঞ্চু রায় (জগ)। এছাড়া কাউন্সিলর পদে ৩৯ জন এবং নারী কাউন্সিল পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, 'শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেছেন। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছিলাম।'

 

এএ/আরআর-০২