মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। উন্নত চিকিৎসার জন্য আজ শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন জোহরা আলাউদ্দিনের ব্যক্তিগত সহকারী রাশেদ চৌধুরী। তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জোহরা আলাউদ্দিনের অ্যান্টিজেন টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। তখন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য এখন (সন্ধ্যায়) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুনগো বলেন, 'জোহরা আলাউদ্দিনের মাঝে বড় ধরনের উপসর্গ নেই। কয়েকদিন ধরে হালকা জ্বর ও মাথাব্যথায় ভুগছিলেন। এ অবস্থায় তার অ্যান্টিজেন টেস্ট করালে ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে আইসোলেশনে রাখা হয়। পরে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়।'
তিনি আরও জানান, বড় ধরনের উপসর্গ না থাকলেও সিটিস্ক্যান পরীক্ষায় তার ফুসফুস ৩০ শতাংশ আক্রান্ত পাওয়া গেছে। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা বোর্ড মিটিংয়ে বসে তাকে করোনার সকল প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দা জোহরা আলাউদ্দিন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি কুলাউড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন চৌধুরীর স্ত্রী। মৌলভীবাজার পৌরশহরের কাজিরগাঁও এলাকার বাসিন্দা তিনি। তার গ্রামের বাড়ি শহরতলীর বালিকান্দিতে। তিনি জাতীয় মহিলা সংস্থার মৌলভীবাজারের সাবেক চেয়ারম্যান।
এসএইচ/আরআর-১০