জগন্নাথপুর প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২১
০২:৫৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
০২:৫৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে জয়লাভ করে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আক্তার হোসেন মেয়র নির্বাচিত হয়েছেন। চামচ প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৮ হাজার ৩৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. মিজানুর রশিদ ভূঁইয়া পেয়েছেন ৮ হাজার ১৮ ভোট।
এই পৌরসভায় মোট ২৮ হাজার ৬৪২টি ভোটের মধ্যে প্রয়োগ হয়েছে ১৮ হাজার ১৮৮টি ভোট। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। প্রথমবারের মতো এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন ভোটাররা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ পৌরসভার মোট ভোটার ২৮ হাজার ৬৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৯২ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৫০জন। মোট ভোটকেন্দ্র ছিল ১২টি।
আরআর-১১