কুলাউড়া প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিপার উদ্দিন আহমদ মেয়র নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন তিনি।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সিপার উদ্দিন আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাজান মিয়া জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট। এছাড়া বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফি আলম ইউনুছ পেয়েছেন ২ হাজার ৯৯৪ ভোট এবং বিএনপির কামাল উদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭৬ ভোট।
উল্লেখ্য, কুলাউড়া পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৭৫৯ জন।
জেএইচ/আরআর-১২