জুড়ীতে মার্কেটে আগুন, তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি

জুড়ি প্রতিনিধি


জানুয়ারি ১৭, ২০২১
০৬:১১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন



জুড়ীতে মার্কেটে আগুন, তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিশুপার্ক এলাকার একটি মার্কেট আগুনে পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার শিশুপার্ক এলাকার বলাই চেয়ারম্যানের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

স্থানিয় সুত্রে জানা যায়, উপজেলার কামিনীগঞ্জ বাজারের বলাই চেয়ারম্যান মার্কেটে অবস্থিত পুরাতন কাপড়ের দোকান, প্লাস্টিকের গুদাম ও টিভি মেরামতের একটি দোকানে আগুন লেগেছে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় জয়দুল হোসেন বলেন, ‌প্রথমে আমরা কয়েকজন মিলে বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন না নিভায় কুলাউড়া থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, আগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। কোথা থেকে আগুনের সূত্রপাত এখনও বলা যাচ্ছে না। তবে স্থানীয় অনেকে বলছেন বিদ্যুৎ সট সার্কিট থেকে আগুন লাগে।

তিনি বলেন, এখানে পুরাতন কাপড় ও প্লাস্টিকের দোকান থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়েছে।

এইচআর/বিএ-০৩