সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২১
০৮:১২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
০৮:১২ পূর্বাহ্ন
অফ-স্পিনার ওয়াশিংটন সুন্দর ও পেসার শার্দুল ঠাকুরের ব্যাটে অনবদ্য সেঞ্চুরি পার্টনারশিপে গাব্বা টেস্টে ফিরল ভারত। দুইজনের লড়াকু হাফ-সেঞ্চুরিতে ১৮৬ থেকে ৩৩৬ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।
দলের প্রথম ছয় ব্যাটসম্যান ১৮৬ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরও ভারতকে সাড়ে তিনশ রানের দোরগোড়ায় পৌঁছে দেন এই দু’জনে। সপ্তম উইকেটে ১২৩ রান যোগ করে ভারতে ম্যাচে ফেরান ঠাকুর ও সুন্দর।
অভিষেক টেস্টে সুন্দরের অনবদ্য ৬২ এবং কামব্যাক টেস্টে ঠাকুরের ৬৭ রানের লড়াই স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের। আক্রমণাত্মক ইনিংস খেলেন শার্দুল। ১১৫ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন তিনি। এদিন টেস্টে ক্রিকেটে তার প্রথম হাফ-সেঞ্চুরিটি করেন।
তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে। ভারতের চেয়ে তার এখন ৫৪ রানে এগিয়ে। ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার (২০) ও মার্কাস হ্যারিস (১)। ৪ টেস্টের সিরিজে এখন ১-১ সমতা।
এএন/০৪