অসময়ে অবসরে আমির, পিসিবিকে এক হাত নিলেন আফ্রিদি

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৭, ২০২১
০৪:২১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
০৪:২১ অপরাহ্ন



অসময়ে অবসরে আমির, পিসিবিকে এক হাত নিলেন আফ্রিদি

 

নিউজিল্যান্ডে ব্যর্থতার পাশাপাশি ২৮ বছর বয়সী বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের হঠাৎ অবসর নিয়ে শোরগোল চলছে পাকিস্তান ক্রিকেটে।

বিশেষ করে মোহাম্মদ আমিরের বয়স থাকতেই খেলা ছাড়ার ঘটনায় কাদা ছোড়াছুড়িতে মেতেছেন দেশটির সাবেক তারকারা। আমিরের পাশে দাঁড়িয়ে পিসিবিকে এক হাত নিয়েছেন অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

আফ্রিদি বলেছেন, কোচিং স্টাফ এবং মোহাম্মদ আমিরের সঙ্গে যা হচ্ছে, তাতে দেশের ক্রিকেটের ঐতিহ্য নষ্ট হচ্ছে। পিসিবির উচিত আমিরের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা। ক্রিকেট বোর্ড হলো খেলোয়াড়দের অভিভাবক। বোর্ডের সবসময় উচিত ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে নেওয়া। যাতে পরিস্থিতি বুঝে দল থেকে বাদ পড়ার আগেই খেলোয়াড় যেন নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে পারে। আমিরের ইস্যুটি আরেকটু ভালোভাবে সামলাতে পারত পিসিবি। দেশের সম্মানের কথা চিন্তা করে হলেও একসঙ্গে কাজ করা উচিত সবার।

শুক্রবার লাহোরের কাশ্মীর প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন আফ্রিদি। আমিরের সঙ্গে মিসবাহ-ওয়াকারের কাঁদা ছোড়াছুড়ির বিষয়ে আফ্রিদি বলেন, আমি মনে করি, সব ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে বোর্ড চেয়ারম্যান অথবা প্রধান নির্বাচকের কথা বলা উচিত। কোচিং স্টাফদের নয়। সেটি না ঘটায় কোনো কারণ ছাড়াই আমিরের ঘটনা ইস্যুতে পরিণত হয়েছে। বোর্ডের উচিত আমিরের দুঃখ-কষ্টের বিষয়ে মনোযোগী হওয়া। তার সঙ্গে একান্ত আলাপে ঘটনার সুরাহা করা। এখানে কোচের কথা না বলাই উত্তম।

লংকান প্রিমিয়ার লিগ খেলে গত বছরের শেষ দিকে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির। দেশে ফিরে আমির জানান, টিম ম্যানেজমেন্ট তথা প্রধান কোচ মিসবাহ এবং বোলিং কোচ ওয়াকারের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে ফুরিয়ে যাওয়ার আগেই অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

এএন/০৫