জগন্নাথপুরে ইভিএম জটিলতার অভিযোগ আ.লীগ প্রার্থীর

জগন্নাথপুর প্রতিনিধি


জানুয়ারি ১৭, ২০২১
০৮:০৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
০৮:০৩ অপরাহ্ন



জগন্নাথপুরে ইভিএম জটিলতার অভিযোগ আ.লীগ প্রার্থীর

মিজানুর রশীদ ভূঁইয়া

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া পৌর এলাকার ৩টি ভোটকেন্দ্রে ইভিএম জটিলতার কারণে ভোটাররা ভোট দিতে না পেরে চলে গেছেন বলে অভিযোগ করেছেন।

আজ রবিবার (১৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন মিজানুর রশীদ ভূঁইয়া। লিখিত অভিযোগে তিনি বলেছেন, পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭ নম্বর ওয়ার্ডের ইকড়ছই ফাজিল মাদরাসা ভোটকেন্দ্রের দ্বিতীয়তলার দক্ষিণ পাশে ও পশ্চিম পাশের কেন্দ্রে ইভিএম জটিলতায় অনেক ভোটার ভোট দিতে পারেননি। অনেক ভোটার ও কেন্দ্রে থাকা আমার এজেন্ট বিষয়টি আমাকে জানালে আমি মুঠোফোনে ইভিএম মেশিনের চার্জ না থাকা ও মেশিনের কারিগরি ত্রুটির কথা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি। তিনি টেকনিশিয়ান পাঠিয়ে বিষয়টি সুরাহার আশ্বাস দেন। এর মধ্যে অনেক ভোটার ভোট প্রয়োগ না করে ফিরে যান। ওই তিনটি কেন্দ্রে পরবর্তীতে অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেননি। সন্ধ্যা হয়ে যাওয়ায় অনেক নারী ও পুরুষ ভোটার ভোট না দিয়ে বাড়ি চলে যান। এতে করে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সঠিকভাবে মানুষের ভোটের প্রতিফলন ঘটেনি বলে আমি মনে করি। নির্বাচন কমিশন যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলনে প্রতিশ্রুতিবদ্ধ, তাই বঞ্চিত ভোটারদের ভোট প্রয়োগের ব্যবস্থা করে দেওয়া কমিশনের দায়িত্ব। তিনি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, 'মেয়র প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে।'

প্রসঙ্গত, প্রথমবারের মতো গতকাল শনিবার (১৬ জানুয়ারি) জগন্নাথপুর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়াকে হারিয়ে বিজয়ী হন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার। তিনি ৮ হাজার ৩শ ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মিজানুর রহমান ভূঁইয়া পান ৮ হাজার ১৮ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে হারুন অর রশিদ পান ৮শ ১৭ ভোট।

 

এএ/আরআর-০৪