কুলাউড়া প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
০৩:৪১ পূর্বাহ্ন
নির্বাচিত হওয়ার পরদিনই নির্বাচনী পোস্টার অপসারণে নামলেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ। আজ রবিবার (১৭ জানুয়ারি) বিকেলে তিনি পোস্টার অপসারণ কাজের উদ্বোধন করেন।
কুলাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ের সম্মুখে নিজের পোস্টার নামানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। মেয়রের সঙ্গে ছিলেন, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মমদুদ হোসেন, পৌর যুবলীগের সভাপতি শাহীন আহমদ, মুহিম খান প্রমুখ।
এ সময় নবনির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ বলেন, 'নিজের পোস্টার অপসারণের মাধ্যমেই এই কর্মসূচির উদ্বোধন করলাম। কেননা লেমিনেটিং করা পোস্টার পরিবেশ দূষণ করবে। এগুলো পচবে না। বিগত ২০ বছরে কুলাউড়ায় নৌকার বিজয় হয়েছে। এটা দলীয় প্রচেষ্টার ফসল। আগামী ৫ বছর পৌরসভা পরিচালনায় আমি সকলের সহযোগিতা কামনা করছি।
জেএইচ/আরআর-১১