ধর্মপাশা প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৯, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিআরডিবি মিলনায়নে তিনদিনব্যাপী শুরু হওয়া ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ ও আইসিটি বিষয়ক প্রথম পর্যায়ের প্রশিক্ষণ আজ সোমবার (১৮ জানুয়াারি) বেলা ২টার দিকে সম্পন্ন হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিলেট বিভাগের গ্রামীণ অ্যাকসেস সড়ক উন্নয়ন প্র্কল্প (রারিপ) এ প্রশিক্ষণের আয়োজন করে।
এতে উপজেলার ৫টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউপি সদস্যসহ ২৫ জন অংশ নেন। প্রশিক্ষক ছিলেন রারিপ প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর সত্যেন্দ্রনাথ মিত্র, অ্যাসিন্ট্যান্ট কো-অর্ডিনেটর মলয় বিকাশ দাস ও আইসিটি বিভাগের ধর্মপাশা উপজেলার সহকারী পোগ্রামার আব্দুল ইউনুস আলী।
এসএ/আরআর-০৪