কুলাউড়া যুবলীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক বহিষ্কার

কুলাউড়া প্রতিনিধি


জানুয়ারি ১৯, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন



কুলাউড়া যুবলীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক বহিষ্কার

মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের নিজ বাসা থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় গতকাল রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় প্রতিপক্ষের হামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ (৩৫) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন। তার ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুলাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক কামরুল হাসান বখসকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রবিবার সকাল আনুমানিক ১০টায় শহরের মাগুরাস্থ বাসা থেকে উছলাপাড়াস্থ ব্যবসাপ্রতিষ্ঠান আমিনুল ট্রেডার্সে যাওয়ার পথে হামলার শিকার হন যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ। উছলাপাড়াস্থ দোকানে পৌঁছার আগে দলীয় প্রতিপক্ষ দু’টি মোটরসাইকেলযোগে এসে তার রিকশার গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা দা দিয়ে সবুজকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সবুজের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন সবুজকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরুল হক জানান, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এদিকে হামলার খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সন্ত্রাসীদের ব্যবহৃত দু'টি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, দলীয় কোন্দলে এ হামলার ঘটনা ঘটেছে। দলের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কামরুল বখসের নেতৃত্বে হামলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

 

জেএইচ/আরআর-০৭