কমলগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৯, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন
দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার ২য় দিনে পোস্টার অপসারণ করেন মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. জুয়েল আহমেদ।
আজ সোমবার (১৮ জানুয়ারি) সকালে কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সামনে নিজের ও সকল প্রার্থীদের পোস্টার নামানোর মধ্য দিয়ে পোস্টার অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় মেয়রের সঙ্গে তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
কমলগঞ্জের নবনির্বাচিত মেয়র মো. জুয়েল আহমদ বলেন, ‘নিজের ও সব প্রার্থীর পোস্টার অপসারণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করলাম। কেননা লেমিনেটিং করা পোস্টার পরিবেশ দূষণ করবে। এগুলো পচবে না। এবারের নির্বাচনে নৌকার বিশাল বিজয় হয়েছে। এটা পৌরবাসীর প্রচেষ্টার ফসল। বিগত সময়ের মতো আগামী ৫ বছর পৌরসভা পরিচালনায় আমি সবার সহযোগিতা কামনা করছি।’
এসডি/আরআর-১১