সুনামগঞ্জে করোনা ভ্যাক্সিন প্রদান সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১৯, ২০২১
০৬:০৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২১
০৬:১০ অপরাহ্ন



সুনামগঞ্জে করোনা ভ্যাক্সিন প্রদান সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা

করোনা ভ্যাক্সিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা কমিটি মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনাসভায় সরকারি নিয়মানুযায়ী কারা কারা আগে ভ্যাক্সিন পাবেন এবং প্রতিটি উপজেলায় কিভাবে ভ্যাক্সিন প্রদান ও সংরক্ষণ হবে সে বিষয়ে আলোচনা হয়। 

সভায় কমিটির সদস্যবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন প্রমুখ।

আলোচনা সভা শেষে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন আহমদ জানান, প্রতিটি উপজেলায় প্রাথমিকভাবে দুটি কেন্দ্র থেকে ভ্যাক্সিন প্রদান করা হবে। 

ভ্যাক্সিন রাখার জন্য ইতোমধ্যে স্থান নির্ধারণ করে সংরক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার নির্ধারিত নীতির আলোকেই নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে ভ্যাক্সিন প্রদান করা হবে।

এস এস/বি এন-০৬