কুলাউড়ায় যুবলীগ সম্পাদকের উপর হামলাকারী ২ জন আটক

কুলাউড়া প্রতিনিধি


জানুয়ারি ২০, ২০২১
১০:৫৫ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২১
১০:৫৭ অপরাহ্ন



কুলাউড়ায় যুবলীগ সম্পাদকের উপর হামলাকারী ২ জন আটক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজের উপর হামলাকারী সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল বখসসহ ২ আসামীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) আটককৃতদের জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, মঙ্গলবার মৌলভীবাজার জেলা সদর থেকে যুবলীগ সম্পাদকের উপর হামলার প্রধান আসামী যুবলীগের বহিষ্কৃত সনিয়র যুগ্ম সম্পাদক কামরুল হাসান বখস (৩৮)কে আটক করা হয়েছে। 

এর আগে ১৮ জানুযারি সোমবার অভিযান চালিয়ে পূর্বমনসুর গ্রামের মৃত সাজেদুর রহমানের পুত্র এজহার নামীয় আসামী আব্দুল মনাফ (৫০) কে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, মঙ্গলবার আটককৃতদের আদালতের সোপর্দ করা হলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত আছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ১৭ জানুয়ারি সকালে যুবলীগ সেক্রেটারি মইনুল ইসলাম সবুজ (৩৫) কে কুপিয়ে গুরুতর জখম করে দলীয় প্রতিপক্ষ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জেড এইচ/বি এন-০২