জগন্নাথপুর প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২১
১২:৫৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২১
১২:৫৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সহ-সভাপতি পদে হোসেন আহমদ অলিউর রহমান ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পেয়েছেন ১১টি। সাধারণ সম্পাদক পদে হাসির আলী ১৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফাজ উদ্দিন ১৬ ভোট পান। যুগ্ম-সম্পাদক নজমুল ইসলাম চৌধুরী ভোট পেয়েছেন ২৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ১২ ভোট। অর্থ সম্পাদক পদে শাহজাহান ২২ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুহেল মিয়া ভোট পেয়েছেন ১৩টি।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন সভাপতি বশির আহমদ, দপ্তর সম্পাদক অনন্ত দাস, কার্যকরী সদস্য ছালিক মিয়া ও রনি মিয়া।
নির্বাচনে দায়িত্বরত সহকারী নির্বাচন কমিশনার আবুল ফজল জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪ জন।
এএ/আরআর-০১