ওয়ানডে অভিষেকে গুরবাজের ছক্কার রেকর্ড

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২২, ২০২১
০৩:২৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২১
০৩:২৪ পূর্বাহ্ন



ওয়ানডে অভিষেকে গুরবাজের ছক্কার রেকর্ড


ওয়ানডে অভিষেকে গুরবাজের ছক্কার রেকর্ড গড়লেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। বছর দেড়েক আগে ঢাকায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩ রান করেছিলেন গুরবাজ। ওয়ানডে ক্যারিয়ার শুরু করলেন সেঞ্চুরি দিয়ে। গতকাল আবুধাবিতে ওয়ানডে সুপার লিগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১২৭ রান করেন গুরবাজ। আফগানিস্তানের প্রথম ও সব মিলিয়ে ষোড়শ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পেলেন ১৯ বছর বয়সী ব্যাটসম্যান।

ওয়ানডে অভিষেকে গুরবাজের চেয়ে বেশি রান আছে শুধু ক্যারিবীয় কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্সের। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ১৪৮ রান করেছিলেন হেইন্স।

গুরবাজ গতকাল ছক্কা মেরেছেন ৯টি। এর আগে ওয়ানডে অভিষেকে কোনো ব্যাটসম্যান ৫টির বেশি ছক্কা মারতে পারেননি।
১২৭ বলে ১২৭ রান করা গুরবাজ ছক্কা মেরেছেন ৯টি। ওয়ানডে অভিষেকে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটিকে এক ঝটকায় প্রায় দ্বিগুণ করে ফেললেন আফগান ওপেনার। এর আগে ওয়ানডে অভিষেকে কোনো ব্যাটসম্যান ৫টির বেশি ছক্কা মারতে পারেননি। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৫টি ছক্কা মেরেছিলেন ভারতের তিনে নামা ব্যাটসম্যান নভজোৎ সিং সিধু।
ওয়ানডেতে এক ম্যাচে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন গুরবাজ। আগের রেকর্ডটি মোহাম্মদ শেহজাদের। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৮টি ছক্কা মেরেছিলেন আফগান উইকেটকিপার ব্যাটসম্যান।

গুরবাজের সেঞ্চুরিতে ভর করে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ২৮৭ রান করেছেন আফগানরা। গুরবাজ ছাড়া ইনিংসে ফিফ পান শুধু রশিদ খান। ৯ নম্বরে নেমে ৩০ বলে ৫৫ রান করেন এই লেগ স্পিনার। আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন পেয়েছেন ৫ উইকেট। রান তাড়ায় ৯ উইকেটে ২৭১ রান তুলে ১৬ রানে হেরেছে আয়ারল্যান্ড।
এএন/০৩