সিরিজ রক্ষার টেস্টের প্রথম দিনেই ম্যাথিউজের সেঞ্চুরি

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৩, ২০২১
১১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২১
১১:৫৫ পূর্বাহ্ন



সিরিজ রক্ষার টেস্টের প্রথম দিনেই ম্যাথিউজের সেঞ্চুরি

 

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হেরে গেছে শ্রীলঙ্কা। সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই দলটির। তবে গলে প্রথম দিনটা ভালোই কেটেছে তাদের। সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের দারুণ এক সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছে লঙ্কানরা।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। তবে শুরুটা ভালো হয়নি তাদের। স্টুয়ার্ট ব্রডের জায়গায় এ টেস্টে সুযোগ পাওয়া জেমস অ্যান্ডারসনের তোপে পড়ে দলটি। দলীয় ৭ রানেই ওপেনার কুশল পেরেরাকে তুলে নেন অ্যান্ডারসন। যদিও উইকেটটি এক প্রকার উপহারই দেন কুশল। লংঅনের উপর দিয়ে সীমানা পার করতে গিয়ে ধরা পড়েন ইংলিশ অধিনায়ক জো রুটের হাতে।

একই ওভারে ওসাদা ফের্নান্দোকেও তুলে নেন অ্যান্ডারসন। ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান এ টপ অর্ডার ব্যাটসম্যান। এরপর আরেক ওপেনার লাহিরু থিরিমান্নের সঙ্গে ইনিংস মেরামতের কাজে নামেন ম্যাথিউজ। ৬৯ রানের জুটি গড়েন তারা। এ জুটিও ভাঙেন অ্যান্ডারসন।

এরপর অধিনায়ক চান্দিমালকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ম্যাথিউজ। ১১৭ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা। চান্দিমালকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে এ জুটি ভাঙেন মার্ক উড। এরপর নিরোশান ডিকভেলাকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় পার করেন ম্যাথিউজ। গড়েন অবিচ্ছিন্ন ৩৬ রানের জুটি।

শেষ পর্যন্ত ১০৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন ম্যাথিউজ। আরেক ব্যাটসম্যান ডিকভেলা অপরাজিত আছেন ১৯ রানে। অধিনায়ক চান্দিমাল করেন ৫২ রান। এছাড়া থিরিমান্নের ব্যাট থেকে আসে ৪৩ রান। ইংল্যান্ডের পক্ষে ২৪ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৮৭ ওভারে ২২৯/৪ (থিরিমান্নে ৪৩, কুশল ৬, ফের্নান্ডো ০, ম্যাথিউজ ১০৭*, চান্দিমাল ৫২, ডিকভেলা ১৯; অ্যান্ডারসন ৩/২৪, কারান ০/৩৬, লিচ ০/৬৬, উড ১/৪৭, বেস ০/৫৪)।

এএন/০৩