ক্রীড়া প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২১
১২:২০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৩, ২০২১
১২:২১ অপরাহ্ন
স্থানীয় ও ঘরোয়া ক্রিকেটে মাঠের সঙ্কট ঘোচানোর লক্ষে নির্মিত সিলেটের নতুন স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে সিলেট ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২ নামের এই স্টেডিয়ামটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
সিলেট আউটার স্টেডিয়াম নাম নিয়ে নির্মাণ কাজ শুরু করা হলেও পরবর্তীতে স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সব সুযোগ সুবিধা থাকায় নতুন স্টেডিয়ামকে ‘সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২’ নামকরণ করা হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই ৩ একর জমিতে নতুন আরেকটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামে সিলেটের স্থানীয়সহ ক্রিকেটসহ দেশের ঘরোয়া ক্রিকেটও আয়োজন করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।
দেশের দ্বিতীয় ও বৃহৎ গ্রীণ গ্যালারি সম্পন্ন সিলেট ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২ তে রয়েছে ৯টি পিচ উইকেট। আলাদা একটি প্র্যাকটিস গ্রাউন্ড। এছাড়া ৪টি আলাদা ড্রেসিং রুমও রয়েছে স্টেডিয়ামটিতে।
এই বিষয়ে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সিলেটে প্রচুর খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সবাই খেলার জন্য এসে জড়ো হন সিলেট জেলা স্টেডিয়ামে। ফলে সবধরণের খেলোয়াড়রা পর্যাপ্ত সময় ও সুযোগ পান না। তাই আমরা স্থানীয় ক্রিকেটারদের কথা চিন্তা করে এই স্টেডিয়ামটির প্রয়োজনীয়তা অনুভব করি। এই স্টেডিয়ামটি নির্মাণের মধ্য দিয়ে স্থানীয় ক্রিকেটারদের যে অনুশীলন খেলার সঙ্কট ছিল, তা ঘোচানো সম্ভব বলে আমি মনে করি। এছাড়া নতুন খেলোয়াড় সৃষ্টিতেও মাঠটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও বলেন, মেয়েদের ক্রিকেটে সিলেট একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু প্রতিবারই বাইরের খেলোয়াড়দের সহায়তা নিতে হয়েছে। পর্যাপ্ত মাঠ না থাকায় সিলেটের নারী ক্রিকেটাররা নিজেদের প্রতিভাবে পরিপূর্ণতা দিতে পারছিলেন না। এবার আশা করি সেটাও পরিপূর্ণতা লাভ করবে।
আরসি-১১