শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেল ১০০ পরিবার

শ্রীমঙ্গল প্রতিনিধি


জানুয়ারি ২৩, ২০২১
০৯:০০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২১
০৯:০০ অপরাহ্ন



শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেল ১০০ পরিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন ঘর পেয়েছে ১০০টি পরিবার। শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মোট ৩০০টি পরিবারের মধ্যে শনিবার ১০০টি পরিবারকে এসব জমিসহ ঘরের কাগজপত্র ও চাবি প্রদান করা হয়েছে। বাকি ২০০টি ঘর নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজ সম্পন্ন হয়ে সেগুলোও তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

জিকে/আরআর-০৭