নতুন ঘর পেল দোয়ারার ১০টি পরিবার

দোয়ারাবাজার প্রতিনিধি


জানুয়ারি ২৩, ২০২১
১০:০২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২১
১০:০২ অপরাহ্ন



নতুন ঘর পেল দোয়ারার ১০টি পরিবার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবারের মধ্যে নবনির্মিত পাকা ঘরের মালিকানা ও চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর এসব ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, আবদুল হালিম বীরপ্রতীক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলায় মোট ২৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর দেওয়া মুজিববর্ষের উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের পাকা ঘর।

 

এইচএইচ/আরআর-১৩