শ্রীমঙ্গলে পুলিশের বাধায় পণ্ড বিএনপির সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি


জানুয়ারি ২৬, ২০২১
১১:৫৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২১
১১:৫৩ অপরাহ্ন



শ্রীমঙ্গলে পুলিশের বাধায় পণ্ড বিএনপির সম্মেলন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধায় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড হয়ে গেছে। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের পাশে সিন্দুরখান সড়কের পাশে এই সম্মেলনের আয়োজন করেছিল বিএনপি।

জানা গেছে, সম্মেলন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ এম নাসের রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। কিন্তু পুলিশ বলছে, করোনাভাইরাস পরিস্থিতিতে জনসমাগম এড়াতে ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি না থাকায় সম্মেলনে বাধা দেওয়া হয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী বলেন, গত রোববার (২৪ জানুয়ারি) সম্মেলন উপলক্ষে অনুমতি নিতে শ্রীমঙ্গল থানায় একটি আবেদন করা হয়। এতে উল্লেখ করা হয়, ২৬ জানুয়ারি মঙ্গলবার শ্রীমঙ্গল শহর বা শহরতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীমঙ্গল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হবে। এতে জেলা পরিষদের অডিটোরিয়াম বরাদ্দ নিয়েছিলাম। অথচ দুইদিন অতিবাহিত হলেও হলের চাবি দেওয়া হয়নি। পরে শহরতলীতে সম্মেলনের স্থান নির্ধারণ করি।

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মেলনে না যাওয়ার জন্য শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ফোন করে বলেন, শ্রীমঙ্গলে বিএনপির সম্মেলন করা যাবে না। উপরের নিষেধ রয়েছে।

তিনি বলেন, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির আমাদের বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে সভা-সমাবেশের উপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা ও সংক্রমণরোধ আইন অনুযায়ী সবধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কোনো অনুমতি নেননি।

 

এসএইচ/আরআর-০২