মনু নদের উপর সেতু নির্মাণের দাবি

মৌলভীবাজার প্রতিনিধি


জানুয়ারি ২৭, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৭, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন



মনু নদের উপর সেতু নির্মাণের দাবি

মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার-বড়হাট এলাকায় মনু নদের উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) শহরের পশ্চিমবাজার খেয়াঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন।

সংস্কৃতিকর্মী আ স ম. সালেহ সুহেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নাট্যকার খালেদ চৌধুরী, পৌরসভার কাউন্সিলর ফয়সল আহমদ, নাট্যকর্মী রুহেল আহমদ, হাসান আহমেদ রাজা, আক্তার আহমদসহ স্থানীয় বিশিষ্টজন।

এ সময় বক্তারা বলেন, মৌলভীবাজার শহর প্রতিনিয়ত যানজটের শহরে পরিণত হচ্ছে। শহরের পাশ দিয়ে প্রবাহিত মনু নদে একটিমাত্র সেতু রয়েছে। শহরের যানজট নিরসনে খেয়াঘাট-বড়হাট এলাকায় আরেকটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

তারা বলেন, পশ্চিমবাজার থেকে পুরাতন থানা পর্যন্ত একটি উড়াল সড়ক নির্মাণ হলে শহরের যানজট নিরসনসহ সৌন্দর্য বৃদ্ধি পাবে। মৌলভীবাজার শহরে দ্বিতীয় মনু সেতু নির্মাণ হলে উপকার পাবে অন্তত ১২টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ।

 

এসএইচ/আরআর-০৬